টানা ১৬ ম্যাচ অপরাজিত পিএসজি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৪৯ এএম, ১১ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০১:৩৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। লা প্যারিসিয়ানরা এ মৌসুমেও রয়েছে দারুণ ছন্দে। শনিবার মেসি-নেইমারের নৈপুণ্যে ব্রেস্তকে ১-০ গোলে হারায় ক্রিস্তফ গালতিয়ের দল।
লিগ ওয়ানে এ নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত পিএসজি। ২০১৮-১৯ মৌসুমের (২১ ম্যাচ) পর এতো লম্বা সময় অপরাজিত থাকেনি দলটি। মৌসুমে টানা সাত ম্যাচে অপরাজিত ক্রিস্তফ গালতিয়ের দল। এ নিয়ে লিগ ওয়ানের ৯ম বারের মতো মৌসুমের প্রথম ৭ ম্যাচে অপরাজিত রইলো রেকর্ড ১০ বারের ফরাসি চ্যাম্পিয়নরা। আগের ৮ মৌসুমে প্রথম সাত ম্যাচে অপরাজিত থেকে একবারই মাত্র লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি, ২০০১-০২ মৌসুমে।
ম্যাচের ৩০তম মিনিটে লিওনেল মেসির ডিফেন্স চেড়া পাস থেকে গোল আদায় করে নেন নেইমার। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলিয়ান তারকার এটি ১০ নম্বর গোল। আর অ্যাসিস্টের তালিকায় মেসির সপ্তম।
৭০ মিনিটে পেনাল্টি ঠেকিয়ে পিএসজির জয়ের নায়ক জিয়ানলুইজি দোন্নারুম্মা। ডি-বক্সে ব্রেস্তের নোয়াহ ফাদিগাকে ফাউল করেন প্রেসনেল কিমপেম্বে।
ইসলাম স্লিমানির নেয়া স্পটকিক বাঁদিকে ঝাঁপিয়ে জাল অক্ষত রাখেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক।
সাত ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে পিএসজি। দুইয়ে থাকা অলিম্পিক মার্শেইয়েরও ১৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে পিএসজি। ৭ ম্যাচে ১ জয়ে পয়েন্ট টেবিলের ১৭তম দল ব্রেস্ত।