আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব খেলাধুলার পাশাপাশি রাজপথে থাকবে : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৬:১৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব খেলাধুলার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
আজ শনিবার (২৭ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মাগুরা জেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করে তিনি এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সফলতা কামনা করে আমিনুল হক বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। ভোটের অধিকার নেই। খেলাধুলার পাশাপাশি রাজপথে তত্ত্বাবধায়কের দাবি আদায়ের লক্ষ্যে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব সার্বিকভাবে কাজ করে যাবে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারভাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কাজ করবে। সর্বোপরি বাংলাদেশের ১৮ কোটি মানুষের যে প্রত্যাশা, দাবি গণতন্ত্র ফিরিয়ে আনতে, একটি অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা ফিরে আসবে। মানুষের মৌলিক চাহিদা, মানুষের অধিকার ফিরে আসবে।
মাগুরা জেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব আলী মিল্টনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সৈয়দ মো. রফিকুল ইসলাম তুষার, মাহবুব আলম মানু, মাহাবুব হাসান স্বপন, মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম ভুইয়া, মো. সজিব আলম, ইমরান হাসান, সুজন আলী, সজীব, সোহেল রানা, আজাদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, তোহিদুল ইসলাম, সেলিম রেজা মো. আলামিন হোসেনসহ আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।