ভারতের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১০ এএম, ২৭ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর থেকে সকল নিষেধাজ্ঞা তুলে নিলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গতকাল শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফিফা। গত ১৫ আগস্ট ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সংস্থাটি। এতে করে দেশটিতে হুমকির মুখে পড়ে যায় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের আয়োজন।
নিষেধাজ্ঞা কাটাতে এআইএফএফকে পাঠানো চিঠিতে ফিফা উল্লেখ করে সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে অবিলম্বে বাতিল করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে। আর এরই পরিপেক্ষিতে সোমবার (২২ আগস্ট) ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ ফিরিয়ে নেয় এবং ভারতীয় ফুটবল প্রশাসক কমিটি (সিওএ) বাতিল করে এআইএফএফ।
এছাড়াও পুরো ঘটনার ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আদেশ জানিয়ে দেওয়া হয় ফিফাকে। আর এআইএফএফের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সুনন্দ ধারের হাতে। যার ফলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।
ফলে ভারতের অনূর্ধ্ব -১৭ নারী বিশ্বকাপ আয়োজনে আর বাঁধা থাকলো না। এআইএফএফকে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্দেশনা মেনে চলার কথা বলা হয়।
এআইএফএফের নির্বাচন কিভাবে সম্পন্ন হচ্ছে তার ওপর এএফসি ও ফিফা নজরদারিতে রাখবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।