সুপার কাপ জিতে রিয়ালের মৌসুম শুরু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২৯ এএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
সাফল্যে মোড়ানো মৌসুম কেটেছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নরা শিরোপা জেতে চ্যাম্পিয়নস লীগেও। নতুন মৌসুমটাও শিরোপা জয়ে শুরু হলো লস ব্লাঙ্কোদের। উয়েফা সুপার কাপে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কার্লো আনচেলত্তির দল।
বুধবার হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে রিয়ালের হয়ে গোল করেন ডেভিড আলাবা ও করিম বেনজেমা।
মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়নস লীগ ও ইউরোপা লীগ জয়ীর মধ্যে হয়ে থাকে উয়েফা সুপার কাপ। এ নিয়ে পঞ্চমবার ট্রফিটি জিতলো রিয়াল।
অনুমিতভাবে গোটা ম্যাচে ছিল রিয়ালের দাপট। ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৩টি শট নেয় লস ব্লাঙ্কোরা। যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। ৪২ শতাংশ বল দখলে রাখা ফ্র্যাঙ্কফুর্ট ৬টি শটের ৩টি লক্ষ্যে রাখে।
তবে ম্যাচের প্রথম ১৫ মিনিট গোলের উদ্দেশ্যে কোনো শট নিতে পারেনি বেনজেমারা। উল্টো চতুর্দশ মিনিটে পিছিয়ে পড়তে পারতো তারা।
কাউন্টার অ্যাটাকে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়ে যান ফ্র্যাঙ্কফুর্টের দাইচি কামাদা। তবে চ্যাম্পিয়নস লীগ ফাইনালে লিভারপুলের ৯টি শট ঠেকিয়ে দেয়া কোর্তোয়া এবারও রক্ষা করেন দলকে। ব্যর্থ হয় দাইচি কামাদার জোরালো শট।
৩৭তম মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের কর্নার পেয়ে হেড করেন বেনজেমা, বল বাইরে চলে যাচ্ছিল, কোনোমতে বল ঠেকান কাসেমিরো। এরপর বল পেয়ে লক্ষ্যভেদ করেন আলাবা।
৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। বাঁ দিক থেকে ভিনিসিউসের পাস ডি-বক্সের মুখে পেয়ে লক্ষ্যভেদ করেন গত মৌসুমে রিয়ালের জার্সিতে সব মিলিয়ে ৪৪ গোল করা এই ফরাসি স্ট্রাইকার।
ম্যাচশেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, প্রত্যাশার চেয়ে কঠিন হয়েছে সুপার কাপের ম্যাচ। তিনি বলেন, ‘আমাদের দুর্দান্ত একটি দল রয়েছে। দলের সবাই জয় পেতে বদ্ধপরিকর। প্রত্যাশার চেয়ে কঠিন ছিল ম্যাচটি, বিশেষত প্রথমার্ধে প্রতিপক্ষের সঙ্গে বেশ লড়াই করতে হয়েছে আমাদের। আলাবার গোলের পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ভালো করেছি।’
দলের প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারা সুখকর। তারা সুস্বাস্থ্যবান। ড্রেসিংরুমের পরিবেশ অসাধারণ।’
আগামী ১৫ই আগস্ট স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আলমেরিয়ার মোকাবিলা করবে রিয়াল মাদ্রিদ।