যশোরে যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭ পিএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:০০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামাল ধনি হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে শরীয়তপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি ও শরীয়তপুর সদর উপজেলা যুবদলের একাধিক বারের সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন মাঝীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় যুবদল নেতা আজাদ মাল ও শফিকুল ইসলাম মিন্টু সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে যুবদল নেতা বদিউজ্জামাল ধনি হত্যার বিচার দাবি করেন।