বগুড়ার গাবতলীতে পদ্মপাড়া ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ১১ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১১:৩০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়ার গাবতলীতে পদ্মপাড়া জেড ফোর্স (একটি সেবা ও ক্রীড়ামূলক সংগঠন) এর আয়োজনে ও সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাক স্বপন ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন এর আমন্ত্রণে পদ্মপাড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২১-২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খেলায় পদ্মপাড়া টাইগার্স একাদশ বনাম পদ্মপাড়া সেভেন স্টার ফুটবল একাদশ অংশ গ্রহন করে।
আজ সোমবার (১১ জুলাই) বিকেলে পদ্মপাড়া পূর্বপাড়া (মুরগির ফার্ম সংলগ্ন) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক দিনকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান রুমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ। বরেণ্য অতিথি ছিলেন, এল.জি.ই.ডি এর নির্বাহী প্রকৌশলী খন্দকার আহসান কবির শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক সিনিয়র ব্যাংকার আলহাজ্ব মাহবুবর রহমান। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী মডেল থানা'র কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য সচিব সাজেদুর রহমান মোহন।
পরিচালনায় ছিলেন, পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল স্বপন।
খেলা শেষে উভয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।