ক্যারিবীয় লিগের ৬ দলে স্কোয়াডে আছেন যারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৫ এএম, ৮ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৩১ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ক্যারিবীয় প্রিমিয়ার লিগের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের সেই ড্রাফটে নিজেদের দল গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী ছয় দল।
প্লেয়ার্স ড্রাফটে বার্বাডোজ রয়্যালস থেকে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের নাম লিখিয়েছেন শাই হোপ। সেইন্ট লুসিয়া কিংস থেকে বার্বাডোজে পাড়িয়ে জমিয়েছেন রাহকিম কর্নওয়াল। জসুয়া ডি সিলভা ফিরেছেন সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে।
এবারের সিপিএলে উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি খেলোয়াড়ের দেখা মিলবে যদিও এবার কোনো বাংলাদেশি ক্রিকেটার অংশ নেবে না এ টুর্নামেন্টে। কারণ টুর্নামেন্ট চলাকালে আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় থাকবেন টাইগাররা।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে কুইন্টন ডি কক, ভানিন্দু হাসারাঙ্গা, মুজিব-উর রহমান, মোহাম্মদ আমিরদের মতো তারকারা খেলবেন সিপিএলে।
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের সিপিএল। গায়ানা, সেইন্ট কিটস, সেইন্ট লুসিয়া ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হবে এবারের আসর।
সিপিএলের ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
বার্বাডোজ রয়্যালস
কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, ডেভিড মিলার, মুজিব উর রহমান, ওবেদ ম্যাকয়, কাইল মায়ার্স, আজম খান, হেইডেন ওয়ালশ, ওশান থমাস, রাহকিম কর্নওয়াল, ডেভন থমাস, জসুয়া বিশপ, জাস্টিন গ্রিভস, করভিন বস্ক, নিম ইয়ং, টেডি বিশপ ও র্যামন সিমন্ডস।
সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, ভানিন্দু হাসারাঙ্গা, শেরফান রাদারফোর্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, দেওয়াল্ড ব্রেভিস, ইজহারুল হক নাভিদ, জসুয়া ডি সিলভা, জস রাস জাগেসার, কেসি কার্টি, কেলভিন পিটম্যান, জ্যাডেন কারমাইকেল ও কাশিম আকরাম।
জ্যামাইকা তালাওয়াজ
রভম্যান পাওয়েল, সন্দ্বীপ লামিচানে, ফাবিয়ান অ্যালেন, ইমাদ ওয়াসিম, ব্র্যান্ডন কিং, কেনার লুইস, মোহাম্মদ আমির, শামার ব্রুকস, মিগায়েল প্রিটোরিয়াস, ক্রিস গ্রিন, রেয়মন রেইফার, জেমি মারচেন্ট, আমির জাঙ্গু, শামার স্প্রিঙ্গার, নিকোলসন গর্ডন, কার্ক ম্যাকেঞ্জি ও জসুয়া জেমস।
সেইন্ট লুসিয়া কিংস
ফাফ ডু প্লেসি, টিম ডেভিড, রস্টোন চেজ, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস, ডেভিড উইসে, আলজারি জোসেফ, স্কট কুগলেইগ, মার্ক দেয়াল, জেভর রয়্যাল, ম্যাথু ফর্ড, লেরয় লাগ, প্রেস্টন ম্যাকসুইন, ল্যারি এডওয়ার্ডস, আকিম অগাস্ত ও রিভালদো ক্লার্ক।
গায়ানা আমাজন ওয়ারিয়র্স
ইমরান তাহির, শিমরন হেটমায়ার, তাবরাইজ শামসি, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, কলিন ইনগ্রাম, চন্দরপল হেমরাজ, শাই হোপ, পল স্টারলিং, হেনরিখ ক্লাসেন, কেমো পল, জার্মেইন ব্ল্যাকউড, গুদাকেশ মোতি, ভিরাসামি পারমল, রন্সফোর্ড বিটন, ম্যাথু নান্দু ও জুনিয়র সিনক্লেয়ার।
ত্রিনবাগো নাইট রাইডার্স
কাইরন পোলার্ড, সুনিল নারিন, নিকোলাস পুরান, কলিন মুনরো, আকিল হোসেন, মহেশ থিকশানা, টিম সেইফার্ট, সেকুগে প্রসন্না, জেডন সিলস, আলি খান, টিয়ন ওয়েবস্টার, খ্যারি পিয়েরে, অ্যান্ডারসন ফিলিপ, টেরেন্স হিন্ডস, লিওনার্দো জুলিয়েন, শ্যারন লুইস ও রবি রামপল।