দ্বিতীয় টেস্টে দলে শরিফুলের ডাক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৮:১৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়নি শরিফুল ইসলামকে। কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টির স্কোয়াডে রাখা হয়। এবার টেস্ট দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ এই পেসারকে। তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচে দেখা যেতে পারে শরিফুলকে। আজ রাতেই সেন্ট লুসিয়ার উদ্দেশে বিমান ধরবেন তিনি।
এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে মাত্র ৪টি টেস্ট খেলেছেন শরিফুল। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দলের অন্যতম গুরুপূর্ণ বোলার হিসেবে। তিন ফরম্যাটেই দলের অটো চয়েজ তিনি।
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন কুমার দাস (সহ অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রেজাউর রহমান রাজা।