নেইমারের জোড়া গোল, বড় ব্যবধানে জিতলো ব্রাজিল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:১১ পিএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৫০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল। পেনাল্টিতে জোড়া গোল করেছেন নেইমার। এছাড়া রিচার্লিসন, ফিলিপ কৌতিনিয়ো ও গ্যাব্রিয়েল হেসুস একটি করে গোল করেন।
সিউলের অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের দ্বিতীয় মিনিটে দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠায় ব্রাজিল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ব্রাজিলকে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৭ মিনিটে ফ্রেডের শট রিচার্লিসনের পায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক দক্ষিণ কোরিয়া। বক্সের মধ্যে বল পেয়ে ডিফেন্ডার থিয়াগো সিলভাকে কাটিয়ে দলকে সমতায় ফেরান কোরিয়ান স্ট্রাইকার হোয়াং উই-জো। ৩৯ মিনিটে অ্যালেক্স সান্দ্রো বক্সে ফাউল হন। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ম্যাচের ৫৭ মিনিটে ফের সান্দ্রো বক্সের মধ্যে ফাউল হন। এবারও বল জালে জড়িয়ে ব্রাজিলকে ৩-১ গোলে এগিয়ে দেন নেইমার।
ম্যাচের ৮০ মিনিটে কৌতিনিয়ো কোরীয় গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। আর অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল হেসুস আরও একবার দক্ষিণ কোরিয়ার জালে বল জড়ান। এতে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন তিতের ব্রাজিল।