সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট মেসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৬ পিএম, ১২ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০০ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বার্সেলোনা ছেড়ে সুখে নেই লিওনেল মেসি। পিএসজিতে ছন্দপতন হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের। তবে ফোর্বসের রিপোর্ট বাজে দিনেও মেসির ঠোঁটে হাসি ফোঁটাতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিনটির প্রকাশিত তালিকায় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের মধ্যে শীর্ষে রয়েছেন মেসি।
লা লিগার বেতন কাঠামোর বেড়াজালে বার্সা ছাড়তে হয়েছে মেসিকে। যেকারণে শেষ মৌসুমে কাতালানদের থেকে ২২ মিলিয়ন ডলার বেতন হারিয়েছেন তিনি। তবে পিএসজিতে ৭৫ মিলিয়ন ডলার উপার্জন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। সঙ্গে তার এন্ডোর্সমেন্ট (বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক চুক্তি) আয়ও বেড়েছে। গত ১২ মাসে ১৩৩ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৫৬ টাকা) আয় করেছেন মেসি।
ফোর্বসের তালিকায় দুইয়ে রয়েছেন লস অ্যাঞ্জেলস লেকার্স ফরোয়ার্ড লেব্রন জেমস। তার আয় ১২১.২ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৩ কোটি টাকা। লেব্রন জেমস বিশ্বের দশম ক্রীড়াবিদ এবং প্রথম এনবিএ খেলোয়াড় যিনি আয়ে ১০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছেন।
ফোর্বসের তালিকার তিনে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক বছরে ১১৫ মিলিয়ন ডলার (প্রায় ৯৯৯ কোটি ৪০ লাখ টাকা) আয় করেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার।
চতুর্থ সর্বোচ্চ আয়কারী খেলোয়াড় হলেন নেইমার। পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গত ১২ মাসে ৯৫ মিলিয়ন ডলার (প্রায় ৮২৬ কোটি টাকা) আয় করেছেন।
গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের তিনবারের এনবিএ চ্যাম্পিয়ন স্টিফেন কারি রয়েছেন পঞ্চম স্থানে। তার আয় ৯০.৭ মিলিয়ন ইউরো।
সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার রয়েছেন তালিকার সপ্তম স্থানে। তার উপার্জন ৯০.৭ মিলিয়ন ডলার। ষষ্ঠ স্থানে থাকা এনবিএ প্লেয়ার কেভিন ডুরান্টের উপার্জন ৯২ মিলিয়ন ডলার।
১২ মাসে অ্যাথলেটদের অর্জিত সমস্ত পুরস্কারের অর্থ, বেতন, বোনাস এবং মাঠের বাইরের উপার্জন, স্পন্সরশিপ ইত্যাদি মিলিয়ে তালিকাটি তৈরি করেছে ফোর্বস।