দলে সুযোগ পেতে আমার কোনো লবিং নেই : রাহী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:২৭ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৫০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পুরো ক্যারিয়ারে ১৩ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী। যার ১১টিই দেশের মাটিতে নেন নিজের খেলা সবশেষ ৪ ম্যাচে। তবুও হোম কন্ডিশনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নির্বাচকদের বিবেচনায় থাকেননি। বাদ পড়ে অসন্তুষ্ট রাহী জানালেন, দলে সুযোগ পেতে তার কোনো লবিং নেই।
সবশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দলে ছিলেন। বাদ পড়েন দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে। এরপর স্কোয়াডে থাকলেও নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে সুযোগ হয়নি রাহীর। এবার গতির কারণে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ থেকে বাদ পড়লেন। এমনটাই বলছেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, ‘সুইংয়ের দিক দিয়ে রাহীকে বিবেচনা করা হয়। যেহেতু হোম কন্ডিশন- রাজা এইচপি ট্রেনিংয়ে ভালো করেছে, ঘরোয়াতেও ভালো গতিতে বল করেছে। পেসে ভ্যারিয়েশনের জন্য একটু পরিবর্তন এনেছি।’
জায়েদ অবশ্য সেটি মানতে নারাজ। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গতি নিয়েই আমি মিরপুরে শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি। আমার মনে হয় না গতি কোনো ইস্যু। এখানে অন্য কোনো কাহিনী থাকতে পারে।’
ঘরের মাঠে নিজের বোলিং গড়ের (৩২) উদাহরণ টেনে রাহী বলেন, ‘আমার রেকর্ড দেখুন, দেশের বাইরের চেয়ে দেশে রেকর্ড ভালো। আর যদি দেশে না-ই খেলি, অন্তত দেশের বাইরে সুযোগ হতে পারত। কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নেয়ার পরও আমার সুযোগ হয়নি।’
রাহী বলেন, ‘আমার লবিং নেই, আমার সঙ্গে যা হচ্ছে, তা নিয়ে কথা বলার কেউ নেই।’
তিনি বলেন, ‘দলের সঙ্গে থেকেও ম্যাচ খেলতে পারি না। জাতীয় দলে থাকায় ঘরোয়া ক্রিকেটও খেলা হচ্ছে না। সব দিক থেকেই আমার ক্ষতি হয়ে গেল।’
অথচ দলে থাকবেন ধরে নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছিলেন তিনি। বাদ পড়ার খবরটা তাই হতাশাজনক তার জন্য, ‘খবরটা শুনে খারাপ লেগেছে। দলে থাকব ভেবে সেভাবেই নিজেকে তৈরি করছিলাম।’
চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে দলে নেই তাসকিন আহমেদ। দলে থাকলেও শরিফুল ইসলামের চোট নিয়েও রয়েছে শঙ্কা। সেক্ষেত্রে ম্যাচ খেলার রাস্তা খোলাই ছিল রাহীর। যেকারণে দলে সুযোগ না পেয়ে অবাকই হয়েছেন টাইগার পেসার। তিনি বলেন, ‘দলে চোটের সমস্যা থাকায় ভেবেছিলাম আমি দলে থাকব। সেটা না হওয়ায় অবাকই হয়েছি।’