বাবা হলেন ক্রিকেটার নাসির
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৬ পিএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার নাসির হোসেন। এর মধ্যেই ছেলে সন্তানের বাবা হওয়ার সুখবর দিয়েছেন এই অলরাউন্ডার।
জানা যায়, গত ৮ এপ্রিল সন্তানের বাবা হয়েছেন নাসির। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে ঘরোয়াভাবে স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বেবি শাওয়ারের অনুষ্ঠান করেন নাসির। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ ফেব্রুয়ারি পোস্ট করে সবার কাছে দোয়া চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে গোলাপি রঙের গাউনে নাসিরের সঙ্গে দেখা যায় মা হওয়ার অপেক্ষায় থাকা তামিমাকে।
নাসিরের স্ত্রী তামিমা পেশায় একজন বিমানবালা। তিনি সৌদিয়া এয়ারলাইনসে কর্মরত রয়েছেন। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদিতে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করেন।
এরপর গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় ক্রিকেটার নাসিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তামিমা। তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। এরপর থেকেই তাদের বিয়েকে কেন্দ্র করে নানারকম আইনি জটিলতা শুরু হয়। এর মধ্যেই নতুন এবার অতিথিকে স্বাগত জানালেন নাসির-তামিমা।