বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে ভিয়ারিয়াল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২৭ পিএম, ১৩ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:০৪ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালপর্বের দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখের মাঠে ১-১ গোল ব্যবধানে ড্র করে দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। এই ম্যাচে বায়ার্ন মিউনিখের হয়ে রবার্তো লেভানডোস্কি এবং ভিয়ালরিয়ালের হয়ে একটি করে গোল করেন স্যামুয়েল কুকুজে।
এর আগে ভিয়ারিয়ালের মাঠে প্রথম লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছিল স্প্যানিলশ ক্লাবটি। এক গোলে পিছিয়ে থাকায় সেরা চারে উঠতে হলে দুই গোল ব্যবধানে জয়ের দরকার ছিল জার্মান জায়ান্টদের।
ঘরের মাঠে বড় জয়ের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে থাকে বায়ার্ন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। কিন্তু এরপরও মিলছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানেই।
দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে বায়ার্ন মিউনিখ। সেই সুবাদে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন বায়ার্নের পোলিশ তারকা ফুটবলার রবার্তো লেভানডোস্কি।
এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলের জন্য আরও আক্রমণাত্মক খেলা খেলতে থাকেন নাগেলসম্যানের শিষ্যরা। মুহুর্মুহু আক্রমণে ভিয়ারিয়ালের রক্ষণভাগকে ব্যস্ত করে রাখে বায়ার্নের আক্রমণভাগের ফুটবলাররা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে স্বাগতিকরা।
ম্যাচটি ১-০ গোলে শেষ হতে যাচ্ছিল। ফলে অতিরিক্ত ৩০ মিনিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলো দুদলই। ম্যাচের এমতাবস্থায় ৮৮তম মিনিটে গোল করে বসেন স্যামুয়েল কুকুজে। আর তাতেই সমতায় ফেরে সফররত ভিয়ারিয়াল। শেষ কয়েক মিনিট দেখে-শুনে কাটিয়ে দিলে ম্যাচটি শেষ হয় ১-১ গোল ব্যবধানে। আর তাতেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ভিয়ারিয়ালের।