রিয়ালকে উড়িয়ে বড় জয় বার্সার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৪ পিএম, ২১ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০১:০৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বার্সেলোনা যে স্বরূপে ফিরছে তা প্রমাণ করার সবচেয়ে বড় মঞ্চ সম্ভবত এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের আতিথ্য গ্রহণের আগে কোচ জাভি হার্নান্দেজের মুখেও ছিল সে কথা, ‘নিজেদের প্রমাণ করতে হবে। এটি আমাদের জন্য অগ্নি পরীক্ষা’। সেই কঠিন পরীক্ষায় খুব ভালোভাবেই উতরে গেছে ব্লাউগ্রানারা। সান্তিয়াগো বার্নাব্যুতে দুরন্ত রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
গতকাল রবিবার (২০ মার্চ) রাতে এল ক্লাসিকোতে অবামেয়াং-তোরেসদের নৈপুণ্যে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।
মৌসুমের শুরুতে বার্সেলোনার দুর্দশায় চাকরিচ্যুত করা হয় রোনাল্ড কোম্যানকে। ব্লাউগ্রানাদের ভাগ্য বদলানোর দায়িত্ব বর্তায় জাভি হার্নান্দেজের কাঁধে। তবে রাতারাতি বদলে যায়নি ন্যু-ক্যাম্পের পরিস্থিতি।
চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়ার পর কোপা দেল রের স্বপ্নও ভঙ্গ হয় বার্সার। কঠিন বাস্তবতা মেনে নিয়ে দল গোছানোয় লেগে পড়েন আর্থিক দুর্দশায় থাকা বার্সেলোনার কোচ জাভি। একে একে ফ্রি এজেন্ট ভিড়িয়ে স্কোয়াড ভারি করতে থাকেন স্প্যানিশ লেজেন্ড। পিয়েরে এমেরিক-অবামেয়াং, আদামা ত্রায়োর, ফেরান তোরেসদের ভিড়ে স্বরূপে ফিরছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা কিংবা ইউরোপা লীগÑ সবখানেই দাপট দেখাচ্ছে ব্লাউগ্রানারা। এবার রিয়াল মাদ্রিদকে চুরমার করে স্বস্তির পালে হাওয়া দিলো বার্সা।
ম্যাচের ২৯তম মিনিটে ডান প্রান্ত থেকে উসমান দেম্বেলের ক্রসে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে নেন অবামেয়াং। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরোহা। বিরতি থেকে ফিরে ৬ মিনিটের তা-বে আরো দুই গোল করে বার্সেলোনা। ৪৭ তম মিনিটে ফেরান তরেসের গোলের পর ৫১তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন অবামেয়াং।