বেনজেমার তাণ্ডবে রিয়ালের বড় জয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৭ পিএম, ১৫ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:২৪ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
করিম বেনজেমার ১৮ মিনিটের তাণ্ডব, পিএসজির আরেকটি চ্যাম্পিয়নস লীগ শিরোপার স্বপ্নভঙ্গ। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনজেমার জাদুকরি হ্যাটট্রিক এখনো স্পষ্ট ফুটবল প্রেমীদের হৃদয়পটে। ফরাসি ফরোয়ার্ড ম্যাজিশিয়ানের ম্যাজিক অব্যাহত রয়েছে। সবশেষ ম্যাচে জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বড় জয় নিশ্চিত করেছেন বেনজেমা। সোমবার রাতে স্প্যানিশ লা লিগায় মায়োর্কার মাঠে লস ব্লাঙ্কোদের ৩-০ গোলের জয়ে অবদান ছিল ভিনিসিউস জুনিয়রেরও।
গোলশূন্য প্রথমার্ধ কাটানোর পর বিরতির পর রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিউস। শেষাংশে জোড়া গোল করেন বেনজেমা। রিয়ালের বিপক্ষে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করেছে মায়োর্কা। মাত্র ৩৭ শতাংশ বল দখলে রেখে ১৪টি শট নেয় স্বাগতিক দল। যার মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। অপরদিকে ৬৩ শতাংশ বল দখলে রাখা রিয়ালের ১১টি শটের ৫টি ছিল লক্ষ্যে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল। পঞ্চম মিনিটে ভিনিসিউসের পাস ধরে দুরূহ কোণ থেকে বেনজেমার নেয়া শট হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। কয়েক সেকেন্ড পর বিপজ্জনক জায়গা থেকে ফারল্যান্ড মেন্ডির শট পাশের জাল কাঁপায়।
একাদশ মিনিটে সুযোগ আসে মায়োর্কার। তবে সতীর্থের ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন স্বাগতিক ফরোয়ার্ড ভেদাত মুরিখি। ৩৫তম মিনিটে অল্পের জন্য গোল পায়নি মায়োর্কা। রিয়াল ডিফেন্ডার ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে শট নেন পাবলো মাফেয়ো, তার নিচু শট গোলকিপারকে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়।
গোলহীন ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই লাগাম টানে রিয়াল। ৫৫তম মিনিটে মায়োর্কার মিডফিল্ডার ইদ্রিসু বাবা নিজেদের ডি-বক্সের বাইরে ভালভেরদের চ্যালেঞ্জে পজেশন হারান। সেই সুযোগে বেনজেমা বল বাড়ান ভিনিসিউসের উদ্দেশ্যে। বিনা বাধায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ইয়াং স্টার। ৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। পাঁচ মিনিট পরই বদলি ডিফেন্ডার মার্সেলোর ক্রসে দারুণ হেডে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ফরাসি ফরোয়ার্ড।
লা লিগায় টানা চার ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন বেনজেমা। এই পাঁচ ম্যাচে আট গোল করলেন তিনি। লা লিগায় সর্বোচ্চ ২২ গোল নিয়ে শীর্ষে ৩৪ বছর বয়সী তারকা। দারুণ এই জয়ে সেভিয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। ২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬।