লা লিগায় ১১ ম্যাচে অপরাজিত বার্সা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ৭ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৪:১৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দায়িত্ব নেওয়ার পরই বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, এই দলটির মাঝে সম্ভাবনা আছে, তবে গুছিয়ে আনতে কিছুটা সময় লাগবে। অবশেষে ফল পেতে শুরু করেছে বার্সা। লা লিগায় গত ১১টি ম্যাচে অপরাজিত তারা। উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানেও।
আগের তিন ম্যাচেই প্রতিপক্ষের জালে চারটি করে গোল করেছিল বার্সেলোনা।
গতকাল রবিবার রাতে পয়েন্ট তালিকায় ১৪তম এলচের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামে দলটি। ম্যাচটি প্রথমে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা। অবশ্য ব্যবধান আরও বড় হতে পারতো। হয়নি, ফেরান তোরেস একের পর এক সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।
বার্সার হয়ে দুটি গোল করেছেন ফেরান তোরেস ও মেম্ফিস। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করে মেম্ফিস। এই জয়ের মধ্য দিয়ে রিয়াল বেতিসকে টপকে লিগের টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ২৬ ম্যাচে দলটির পয়েন্ট এখন ৪৮।