লিয়ন ওপেনের ফাইনালে ইউক্রেনের টেনিস কন্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০১ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
লিয়ন ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন ইউক্রেনের টেনিস তারকা দায়ানা ইয়াস্ট্রেমস্কা। সেমিফাইনালে জয়ের পর তিনি বলেছেন, গত সপ্তাহে কিয়েভে রাশিয়ান বোমা হামলা শুরু হওয়ার পর থেকে তিনি যে সমর্থন পেয়েছেন, তা তাকে ফাইনালে উঠতে সাহায্য করেছে।
সেমিতে রোমানিয়ান তারকা সোরানা সার্স্টিয়াকে ৭-৬ (৭-৫) ৪-৬ ৬-৪ সেটে হারিয়েছেন দায়ানা ইয়াস্ট্রেমস্কা। এই টেনিস কন্যা রাশিয়ার আক্রমণের পর তার নিজ শহর ওডেসা থেকে পালিয়ে এসে ডব্লিউটিএ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কারণেই আমি এখনো জয় পাচ্ছি।
২১ বছর বয়সী ইয়াস্ট্রেমস্কা বর্ণনা করেছেন, তিনি কীভাবে বোমা হামলার পর নিজ শহর ওডেসা থেকে নৌকায় দানিউব নদী পার হয়ে রোমানিয়ায় পৌঁছেছেন।
গত ২৫ ফেব্রুয়ারি এক ইন্সটাগ্রাম পোস্টে ইয়াস্ট্রেমস্কা বলেন, তিনি এবং তার ১৫ বছর বয়সী বোন ইভানাকে বাধ্য করা হয়েছিল যেন, তাদের বাবা-মাকে ইউক্রেনে রেখে যায়। তিনদিন পর, এই জুটি লিয়নে ডাবলসে প্রতিদ্বন্দ্বিতা করে এবং প্রথম রাউন্ডে জয়। এরপর থেকে টুর্নামেন্টে তাদের অপরাজেয় যাত্রা অব্যাহত রয়েছে।