সিরিজ রক্ষা করতে আফগানিস্তানকে করতে হবে ৩০৭ রান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫ পিএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২৪ এএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ১ রানে আউট হয়ে সমর্থকদের হতাশ করেন লিটন দাস। টাইগার ওপেনারের রঙহীন পারফরম্যান্সও বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসের প্রশংসা কুড়ানোর অন্তরায় হয়নি। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে রোডস বলেছিলেন, আগামী দশ বছরে বাংলাদেশ ক্রিকেটে তিন ফরম্যাটের সবচেয়ে বড় তারকা হবেন লিটন দাস। সাবেক কোচের মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরস হলেও দ্বিতীয় ম্যাচেই নিজেকে প্রমাণ করলেন লিটন। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিরলেন ১৩৬ রান নিয়ে। লিটনের আলো ছড়ানো পারফরম্যান্সের দিন অভিজ্ঞ মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে। মিস্টার ডিপেন্ডেবল খেলেছেন ৮৬ রানের কার্যকরী ইনিংস। দুই ব্যাটারের অনবদ্যতায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৩০৬ রানের বড় সংগ্রহ।
সিরিজ রক্ষা করতে আফগানিস্তানকে ৩০৭ রান করতে হবে।
লিটন ১৩৬, মুশফিক ৮৬
ধীর গতিতে ক্রিজে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। তবে সুবিধা করতে পারেননি কেউই। তামিম ১২ রানে সাজঘরে ফেরার পর সাকিব ক্রিজ ছাড়েন ২০ রানে। চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে বিপর্যয় সামাল দেন মুশফিকুর রহীম। দুই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ পায় ২০২ রানের জুটি। লিটন ক্যারিয়ারের ৫ম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান। ১২৬ বলে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ১৬ চার ও ২ চারে। ৯৩ বলে ৮৬ রান করে আউট হন মুশফিক।