রোনালদোর গোলে জিতলো ম্যানইউ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:০২ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে গোলের খরা কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একইসাথে টানা দুই ম্যাচ ড্র করার পর জয়ের দেখা পেয়েছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
দারুণ এক গোল করে বেরিয়ে এলেন ব্যর্থতার বৃত্ত থেকে। প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো তার দল ম্যানচেস্টার ইউনাইটেডও। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড।
ম্যাচে বল দখল সমানে সমান হলেও আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেড। তবে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাইটনেরই। ৩৯ মিনিটে মডারের হেড ডানদিকে ঝাঁপিয়ে পড়ে কোনোমতে বাঁচান ডেভিড দি গিয়া।
অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেন রোনালদো। ৫১ মিনিটে ম্যাকটমিনাইয়ের পাস থেকে বক্সের বাইরে থেকে নেয়া তার শট জড়ায় জালে। এটি একই সাথে চলতি বছরে করা সিআরসেভেনের প্রথম গোল।
৫৪ মিনিটে ইয়েলাংয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন লুইস ডাঙ্ক। আর ম্যাচের শেষ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রালফ রাংনিকের দল।