ইন্দোনেশিয়ায় ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশি শুটার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩১ পিএম, ১০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ব্রোঞ্জ জিতেছেন নাফিসা তাবাসসুম। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশি এই শুটার।
ইভেন্টের ফাইনালে চার প্রতিযোগীর মধ্যে কম্পিটিশন রাউন্ডে ভালোই করেছিলেন নাফিসা। এলিমিনেশন রাউন্ড মোট ৩৭ স্কোর গড়ে ছিটকে যান স্বর্ণপদক জয়ের লড়াই থেকে। এ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন রোমানিয়ার জর্জিটা-লরা। রৌপ্যপদক জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা।
একই ইভেন্টে নাফিসার সঙ্গে সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশের আরেক নারী শুটার সাজিদা হক। তিনি ফাইনাল রাউন্ডে ওঠার আগেই ছিটকে যান।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের সেমিফাইনালে ৬২০.৮ স্কোর করে পঞ্চম হয়েছেন শোভন চৌধুরী আর ৬২০.৩ স্কোরে ষষ্ঠ হয়েছেন রাব্বি হাসান মুন্না।