অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম শিরোপা ভারতের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩১ পিএম, ৬ ফেব্রুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১২:১৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বল হাতে নিলেন ৫ উইকেট, ব্যাট হাতে ৩৫ রান। রাজ বাওয়ার অলরাউন্ড পারফরম্যান্সে পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত। অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের দেয়ার ১৯০ রানের লক্ষ্যটা ৪ উইকেট ও ১৪ বল হাতে রেখেই টপকে যায় ভারত। ম্যাচসেরা হন রাজ বাওয়া।
লক্ষ্য তাড়ায় শুরুতেই অংক্রিশ রঘুভানশিকে হারায় ভারত। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। এরপর হারনুর সিংয়ের সঙ্গে জুটি গড়েন শেখ রশিদ। দলীয় ৪৯ রানে বিদায় নেন হারনুর (২১)। শেখ রশিদ আউট হন কাটায় কাটায় ৫০ রান করে।
অধিনায়ক যশ ধুলও (১৭) বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে। ৯৭ রানে ৪ উইকেট খুইয়ে বসা ভারতকে পথ দেখান নিশান্ত সিন্ধু-রাজ বাওয়া। পঞ্চম উইকেটে ৬৭ রানের জুটিতে জয় হাতের মুঠোয় নিয়ে আসেন তারা। বাওয়া ৩৫ রান করে আউট হলেও সিন্ধু কাজ শেষ করেই মাঠ ছাড়েন। ৫৪ বলে ৫০* রানের ইনিংস খেলেন তিনি। উইকেটরক্ষক দিনেশ বানা করেন ৫ বলে ১৩* রান।
ইংল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট নেন জশোয়া বয়ডেন, জেমস সিলস ও থমাস আসপিনওয়াল।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে রবি কুমারের তোপে পড়ে ইংল্যান্ড। দলীয় ৪ রানে রবির বলে এলবির ফাঁদে পড়েন জ্যাকব বেথেল (২)। অধিনায়ক টম প্রেস্টকে রানের খাতাই খুলতে দেননি রবি। এরপর দৃশ্যপটে ডানহাতি মিডিয়াম পেসার রাজ বাওয়া। একে একে তার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন জর্জ থমাস (২৭), উইল লাক্সটন (৪), জর্জ বেল (০) ও রেহান আহমেদ (১০)। এতে ৬১ রানেই ৬ উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আলেক্স হর্টনকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন চারে নামা জেমস রিউ।
একপ্রান্ত আগলে রাখেন রিউ। দলীয় ৯১ রানে কৌশল তাম্বের শিকার হয়ে বিদায় নেন হর্টন (১০)। তবে নয়ে নামা জেমস সিলস দারুণ সঙ্গ দিয়েছেন রিউকে। অষ্টম উইকেটে ৯৩ রানের জুটিতেই মূলত লড়াইয়ের পুঁজি পায় ইংলিশরা। দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত ৯৫ রানে আউট হয়ে যান রিউ। ১১৬ বলের ইনিংসে ছিল ১২টি চারের মার। এরপর ৫ রানের মধ্যে বাকি দুই উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
৯ ওভারে ৩৪ রান দিয়ে রবি কুমারের শিকার ৪ উইকেট। রাজ বাওয়া ৯.৫ ওভারে এক মেডেনসহ ৩১ রানে নেন ৫টি। কৌশল তাম্বের শিকার এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
টস: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ব্যাটিং
ইংল্যান্ড: ৪৪.৫ ওভারে ১৮৯ (থমাস ২৭, জেমস রিউ ৯৫, সিলস ৩৪; রবি ৪/৩৪, বাওয়া ৫/৩১)
ভারত: ৪৭.৪ ওভারে ১৯৫/৬ (রশিদ ৫০, বাওয়া ৩৫, সিন্ধু ৫০*; বয়ডেন ২/২৪)
ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রাজ বাওয়া (ভারত)
টুর্নামেন্ট সেরা: ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)।