বেইজিং শীতকালীন অলিম্পিকের জমকালো উদ্বোধন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০৩ পিএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নয়নাভিরাম আতশবাজি আর চোখ ধাঁধানো ডিসপ্লের পসরা সাজানো ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। সব মিলিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে বেইজিং শীতকালীন অলিম্পিকের। ২০০৮ সালে এই বেইজিংয়েই বসেছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। প্রথমবারের মতো গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক আয়োজন করে রেকর্ড গড়ল বেইজিং।
২০০৮ সালের অলিম্পিকে অংশ নিয়েছিলেন ১৫ হাজার ক্রীড়াবিদ। আর এবার অংশ নিচ্ছেন ৯১টি দেশের তিন হাজারের মত অ্যাথলেটরা। তারা সবাই রীতি মেনে প্যারেডে অংশ নেন।
গত শুক্রবার সন্ধ্যায় আইকনিক বার্ডস নেস্ট স্টেডিয়ামে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখ। ছিলেন রাশিয়ার নেতা ভøাদিমির পুতিনও।
চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কূটনেতিকভাবে এবারের শীতকালীন অলিম্পিক আসর বয়কট করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ। তবে সেসব দেশের ক্রীড়াবিদরা আসরে অংশ নিলেও তাদের কোনো সরকারি প্রতিনিধি থাকবে না বেইজিংয়ে।