আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি ক্রিকেটার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০০ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:১৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশিদের অংশগ্রহণ সবসময়ই কম। বিগত ১৪টি আসরে মাত্র ৬ জন বাংলাদেশি অংশ নিয়েছে। এর মধ্যে নিয়মিত খেলে যাচ্ছেন কেবল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
বাকিদের মধ্যে মোহাম্মদ আশরাফুল (মুম্বাই ইন্ডিয়ান্স), মাশরাফি বিন মর্তুজা (কলকাতা নাইট রাইডার্স), আবদুর রাজ্জাক (ব্যাঙ্গালুরু) ও তামিম ইকবাল (পুনে ওয়ারিয়র্স)। তারা দলগুলোর হয়ে মাত্র একটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। আর তামিম মাঠে নামার কোনো সুযোগ পাননি।
তবে আইপিএলের আসন্ন ১৫তম আসরের নিলামের জন্য বাংলাদেশ থেকে ৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এবার মোট ১০টি দল অংশ নিচ্ছে। ফলে একাধিক বাংলাদেশি খেলোয়াড় দল পাবেন বলে আশা করছেন সমর্থকরা।