ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৯ পিএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১১:২৩ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড। গতরাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে দেশের বাইরে এই প্রথম ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ে আইরিশরা।
সিরিজের প্রথম ওয়ানডে ২৪ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টি বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতেছিল আয়ারল্যান্ড। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়।
এমন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে আয়ারল্যান্ড। শাই হোপের ঝড়ো ইনিংসের সুবাদে ১১ ওভারে ৭২ রানের সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ব্যাটার হিসেবে হোপ আউটের পর ব্যাটিং ধস নামে ওয়েস্ট ইন্ডিজের। ১১৯ রানে সপ্তম উইকেট হারায় তারা। ৩৯ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৩ রান করেন হোপ।
ব্যাটিং ধসের পর অস্টম উইকেটে ৭৭ বলে ৬২ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরান জেসন হোল্ডার ও আকিল হোসেন। হোল্ডার ৪৪ ও হোসেন ২৩ রান করেন। শেষদিকে ওডেন স্মিথের অপরাজিত ২০ রান ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানের পুঁজি এনে দেয়। ৪৪ দশমিক ৪ ওভারে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকব্রিন ২৮ রানে ৪ উইকেট নেন।
২১৩ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। প্রথম বলেই উইকেট হারায় তারা। তবে এরপর দারুণ দুটি জুটি হয়। দ্বিতীয় উইকেটে অধিনায়ক পল স্টার্লিং-ম্যাকব্রিন ৭৭ বলে ৭৩ এবং তৃতীয় উইকেটে ম্যাকব্রিন-হ্যারি টেক্টর ১০৭ বলে ৭৯ রান যোগ করেন। এতে ৩১ ওভারেই ৩ উইকেটে ১৫২ রান পেয়ে যায় আয়ারল্যান্ড।
স্টার্লিং ৩৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৪ ও ম্যাকব্রিন ১০০ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ রান করেন।
১৫২ রানের মধ্যে স্টার্লিং-ম্যাকব্রিনের আউটের পর বিরতি দিয়ে ৫ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। তারপরও জয় পেতে সমস্যায় পড়তে হয়নি তাদের। ৩১ বল বাকি রেখেই জয় পায় আইরিশরা। ৩টি চারে ৭৬ বলে ৫২ রান করেন ম্যাকব্রিনের সাথে জুটি গড়া টেক্টর। ওয়েস্ট ইন্ডিজের হোসেন-রোস্টন চেজ ৩টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন ম্যাকব্রিন।
সিরিজে ১টি টি-টোয়েন্টি ম্যাচ ছিলো। সেটি করোনার কারণে বাতিল হয়েছে।