বিশ্বকাপ প্রস্তুতিতে টাইগার যুবাদের ১৫৫ রানের বিশাল জয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৭ পিএম, ১২ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৪১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে বাংলাদেশ দল। লক্ষ্য শিরোপা নিজেদের কাছেই ধরে রাখা। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে যুবারা। এতে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
আজ বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতে ২৭৭ রানে অলআউট হয়ে যায় জুনিয়র টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেছেন আইচ মোল্লা। এছাড়া আরিফুল ইসলাম ৪০, রাকিবুল হাসান ৩৬, মোহাম্মদ ফাহিম ৩৩ এবং শেষ দিকে রিপন মন্ডল ২৬ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলেন।