এবার অস্ট্রেলিয়া দলে করোনার হানা : অ্যাশেজ নিয়ে শঙ্কা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ৩১ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:১৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
করোনাভাইরাস যেন অ্যাশেজের পিছু ছাড়ছেই না। ইংলিশ ক্রিকেটারদের পর করোনায় আক্রান্ত হন ম্যাচ রেফারিও। আর এবার সেই দলে যোগ দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিস হেডও। তাতেই অ্যাশেজ নিয়ে নতুন করে শঙ্কা দিয়েছে।
ইংল্যান্ড দলের তিন সাপোর্ট স্টাফ ও পরিবারের চার সদস্য আক্রান্ত হওয়ার পর ম্যাচ রেফারি ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুনও সেই দলে যুক্ত হন। আর পরিবারের একজন আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। তবে ক্রিকেটারদের মধ্য থেকে দুই দল মিলিয়েই প্রথম আক্রান্ত হলেন ট্রেভিড হেড।
এক বিবৃতির মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘শুক্রবার সকালে দুই দলের সবার নিয়মিত পিসিআর পরীক্ষাতেই পজিটিভ হন হেড। তেমন কোনো উপসর্গ তার নেই এই মুহূর্তে। আপাতত সঙ্গীনির সঙ্গে মেলবোর্নেই আইসোলেশনে থাকবেন তিনি।’
এদিকে দলে আরও করোনার শঙ্কায় মিচেল মার্শ, নিক ম্যাডিসন এবং জশ ইংলিশকে তড়িঘড়ি করে স্কোয়াডে যোগ করেছে অস্ট্রেলিয়া। উল্লেখ্য, চলতি অ্যাশেজ সিরিজে পাত্তাই পাচ্ছে না সফররত ইংল্যান্ড। ব্যাটে-বলে অজিদের ক্রিকেটারদের দলীয় পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে প্যাট কামিন্স কামিন্স। চলতি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করতে চায় অস্ট্রেলিয়া।