ব্যাংকের শাখায় নিরাপত্তা জোরদার করতে আবারও নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ এএম, ৫ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:০৭ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ব্যাংকের শাখা বা ব্যবসাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুনরায় নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত বছরের নভেম্বরেও ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
সোমবার (৩ জুন) নতুন এক নির্দেশনায় বলা হয় নিরাপত্তা নিশ্চিতকরণ-সম্পর্কিত বিধিনিষেধ ঠিক মতো পরিপালন করা হচ্ছে না।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী সব তফসিলি ব্যাংকের শাখা বা ব্যবসাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি কক্ষে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে। ওইসব নিরাপত্তা ডিভাইস ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখা এবং ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটের থানা-পুলিশ যথাসময়ে পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়াও ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক গতকাল দেওয়া সর্বশেষ সার্কুলারে উল্লেখ করে যে, কিছু কিছু ব্যাংক তাদের ব্যবসাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালন করছে না।
এ প্রেক্ষাপটে নতুন করে নিরাপত্তা নিশ্চিতকরণ-সম্পর্কিত নির্দেশনা দেওয়া যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।