এক ছাগলের দাম ১৫ লাখ টাকা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ৪ জুন,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১২:৫৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
‘লাখ টাকার বাগান খায় ৫ টাকার ছাগলে’ বাংলায় এমন একটি প্রবাদ প্রচলিত থাকলেও সে প্রবাদ এখন আর তেমন শোনা যায় না। কীভাবেই বা শোনা যাবে? ছাগলের দাম যে আর ৫ টাকায় আটকে নেই। এখন একটি ছাগলই বিক্রি হয় ১৫ লাখ টাকায়।
তাও আবার যেনতেন ছাগল নয়, প্রথম দেখায় মনে হবে একটি ছোটখাটো গরু। কোরবানির আগেই পশুর বাজারে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে বিশাল আকৃতির এই ছাগল। শুধু আকৃতিতেই বড় নয়, দামেও যেন ছুঁয়েছে আকাশ। চলতি বাজারে যা দিয়ে অনায়াশেই কেনা যায় ডজনখানেক গরু!
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় ১৭৫ কেজি ওজনের একটি ছাগলের ভিডিও। রাজধানীর মোহাম্মদপুরে একটি খামারে ওই পশুটির খোঁজ মিলে। ঐ খামারেই পালিত হয় ছাগলটি। পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার খাসিটি দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। অবশ্য বিক্রিও হয়ে গেছে আকাশছোঁয়া এই দামে।
কেন এই ছাগলের দাম ১৫ লাখ টাকা জানতে চাইলে ছাগলটিকে দেখাশোনা করেন এমন দু’একজন কালবেলাকে বলেন, ছোট ইলিশের দাম আর বড় ইলিশের দাম যেমন এক হবে না তেমনি এটাও একই রকম। বিরল বলেই এত দাম ছাগলটির। সচরাচর এমন ছাগল দেখা যায় না, তাই এর দাম অন্যদের তুলনায় কিছুটা বেশি।
একটি ছাগলের দাম এত টাকা হতে পারে এমনটি এর আগে কেউ কখনোই শোনেনি। তাই দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন ছাগলটিকে একবার দেখার জন্য।
ঈদুল আজহাকে সামনে রেখে এবার ছাগলের দাম আকাশছোঁয়া। কয়েক হাজার টাকার ছাগল এখন ছাড়িয়ে যাচ্ছে লাখ টাকাও।