পদ্মা ব্যাংকের এমডির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ২৪ এপ্রিল,
বুধবার,২০২৪ | আপডেট: ০৭:০৮ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
শরীয়াহভিত্তিক পরিচালিত বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাওয়া পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন।
(২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে তারেক রিয়াজ খান বলেন, ‘আমি ১৮ মার্চ পদত্যাগ করেছি এবং সেদিন থেকেই আমার পদত্যাগ কার্যকর হয়েছে। পদত্যাগের পর এনআরবি ব্যাংক আমাকে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত করে।’
তারেক রিয়াজ খান ২০২২ সালের মার্চ মাসে পদ্মা ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি পক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে তারেক রিয়াজ এমডি পদ থেকে পদত্যাগ করেছিলেন। তবে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে পরে আবার ব্যাংকে ফেরেন। এখন একীভূত হতে যাওয়া কোনো দুর্বল ব্যাংকের এমডি, ডিএমডি বিদ্যমান চাকরিতে থাকতে পারবেন না। এ রকম অবস্থায় তিনি আবার পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এদিকে গত মাসে অনিয়ম-জালিয়াতিতে সংকটে পড়া পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক) শরীয়াহভিত্তিক বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয় ঘোষণা দেওয়া হয়। এটা একীভূত করা প্রথম সিদ্ধান্ত। এ প্রক্রিয়া এগিয়ে নিতে গত ২৫ মার্চ বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) সই করে। এরপর বাংলাদেশ ব্যাংক এই দুটি ব্যাংকের নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ দিয়েছে।