এবার দাম কমেছে সোনার, ভরি ১ লাখ ১১ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ১৯ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০২:৪০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
দেশের বাজারে এবার সোনার দাম কমেছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। সমিতি বলেছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সর্বশেষ ৬ মার্চ সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছিল জুয়েলার্স সমিতি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়। দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৭৫০ টাকা কমে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ হাজার ৬৩৩ টাকা কমে বিক্রি হবে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা কমানো হয়েছে। তাতে এই মানের সোনার নতুন দাম হবে প্রতি ভরি ৯০ হাজার ৯৭৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমে ৭৫ হাজার ৮১৬ টাকা হবে।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দাম কমানোর আগে আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকায়, ২১ ক্যারেটের সোনা ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৯২ হাজার ৩৭৯ টাকায় ও সনাতন পদ্ধতির সোনা ৭৬ হাজার ৯৮২ টাকায় বিক্রি হয়েছে।
গত ২০২৩ সালে দেশের বাজারে সোনার দাম বেশ কয়েক দফায় বেড়েছিল। ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।