র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরী আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:৫৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৬ মাস। তিনি ব্যাংক এশিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান।
ব্যাংক এশিয়া সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
আ. রউফ চৌধুরীর জানাজা আজ আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের পৈতৃক বাড়িতে। সেখানে এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।
তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁরা হচ্ছেন—রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী। রোমো রউফ চৌধুরী বর্তমানে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান।
আ. রউফ চৌধুরীর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তাঁর হাত ধরে দেশে গড়ে উঠেছে ৫০টির মতো প্রতিষ্ঠান।