সোনা কিনবেন নাকি রড?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৮ পিএম, ২৩ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৪৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বলা হয়, বিয়ের ভরা মৌসুম শীতকাল। আর বিয়ের অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ, সোনার অলংকার। এদিকে শীতকালকে বাড়ি নির্মাণের জন্যও সবচেয়ে অনুকূল মৌসুম বলে মনে করা হয়। আর নির্মাণশিল্পের অন্যতম অপরিহার্য উপকরণ হচ্ছে রড। কিন্তু ঠিক সেই সময় অর্থাৎ শীতকালে সোনা আর রডের দাম রেকর্ড উচ্চতায়।
দেশের বাজারে বর্তমানে এক ভরি সোনার দাম আর এক টন রডের দাম প্রায় একই। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার অলংকার ও এক টন রডের দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন করে দাম বাড়ায় হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৩ হাজার ৪২৯ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেট ৭৬ হাজার ৪৫৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬৩ হাজার ৬৮৫ টাকা।
এদিকে রডের দাম ফের বেড়েছে। এক টন ভালো মানের রডের দাম ছাড়িয়েছে ৯৪ হাজার টাকা। তবে বেশি বেড়েছে সাধারণ মানের রডের দাম, ৭৮-৭৯ হাজার টাকার রড বিক্রি হচ্ছে ৮৩-৮৪ হাজারে।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের তথ্য বলছে, দুই বছরের ব্যবধানে রডের দাম বেড়েছে প্রতি টনে ৩০ হাজার টাকা। ২০২০ সালে এক টন রোড ছিল ৬৪ হাজার টাকা, ২০২১ সালে ৬ হাজার টাকা বেড়ে ৭০ হাজার টাকা হয়। গত বছর ২০২২ সালে কয়েক ধাপে ২৪ হাজার টাকা বেড়ে বর্তমানে সর্বোচ্চ ৯৪ হাজার টাকায় এসে পৌঁছে।
সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির কারণে রডের কাঁচামাল আমদানিতে সমস্যা হচ্ছে। এর পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ এবং ডলারের দাম বেড়েছে। এসব কারণে দাম বেড়েছে রডের। এদিকে, বিশ্ববাজারে সোনার দাম প্রতিদিনই বাড়ছে।