টিসিবির বাড়তি দামে পণ্য কিনতে এসে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৫ পিএম, ২১ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৫২ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বরিশালের নিম্নআয়ের উপকারভোগীরা। সম্প্রতি চিনি ও ডালের দাম কেজিপ্রতি পাঁচ টাকা করে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে টিসিবি। তবে বিষয়টি জানা না থাকায় পণ্য নিতে এসে বিপাকে পড়েন উপকারভোগীরা।
আজ বুধবার সকাল থেকে বরিশাল নগরীর প্রতিটি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হলে অনেক উপকারভোগীকে ভোগান্তিতে পড়তে দেখা যায়। উপকারভোগীরা জানান, ৪০৫ টাকার পণ্য (ফ্যামিলি প্যাকেজ) ১৫ টাকা বাড়িয়ে ৪২০ টাকা করা হয়েছে। বিষয়টি তাদের জানা নেই। তাই অনেকেই পণ্য নিতে এসে বিপাকে পড়েন। কেউ কেউ বাড়ি গিয়ে বাড়তি টাকা নিয়ে ফিরে এসে পণ্য কেনেন।
নগরীর ১৪ নম্বর ওয়ার্ড বাংলাবাজার এলাকায় টিসিবির পণ্য নিতে আসা রাসেল হোসেন বলেন, আমি আগের নির্ধারিত মূল্য নিয়ে পণ্য কিনতে এসেছিলাম। পরে লাইনে দাঁড়িয়ে শুনি এবার প্যাকেজ মূল্য ১৫ টাকা বাড়িয়ে ৪২০ টাকা করা হয়েছে। পরে আবার বাসায় গিয়ে বাড়তি টাকা এনে পণ্য নিয়ে যাই। আরেক উপকারভোগী শুক্কুর হাওলাদার বলেন, আগে ৪০৫ টাকায় প্যাকেজ নিতাম ঠিক ছিল কিন্তু এখন হঠাৎ করেই ১৫ টাকা বাড়িয়ে ৪২০ টাকা করেছে। যা আমাদের মতো নিম্নআয়ের মানুষের পক্ষে কষ্টসাধ্য।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। এই বাড়তি ১৫ টাকা ইনকাম করতেও আমাকে দুই কিলোমিটার রিকশা চালিয়ে ছুটতে হয়। টিসিবির পণ্য বিক্রির ডিলার এস কে সিনহা এন্টারপ্রাইজের মালিক রাজিব হোসেন বলেন, আমরা বাড়তি টাকা দিয়ে পণ্য ছাড়িয়ে নিয়ে আসছি। এখন বাড়তি টাকায় বিক্রি করছি। এতে আমাদের কোনো হাত নেই। এ বিষয়ে টিসিবি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী শতদল মন্ডল বলেন, এ বিষয়ে আমাদের কিছু করার নেই। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয় থেকে ৪০৫ টাকা মূল্যের প্যাকেজ ১৫ টাকা বাড়িয়ে ৪২০ টাকা করা হয়েছে।