সয়াবিনের দাম কমল লিটারে ৫ টাকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৩ পিএম, ১৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন নির্ধারিত মূল্যে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা। আগে এক লিটার বোতলজাত সয়াবিনের মূল্য ছিল ১৯২ টাকা।
এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে।
প্রতি লিটার খোলা তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত সোমবার আমদানি, মজুদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সয়াবিন তেলের মূল্য সমন্বয় করেছে সরকার।