প্রতি ব্যারেল ৬০ ডলারে রাশিয়ার তেল কিনবে ইইউ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১৩ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৪৪ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাশিয়া থেকে ব্যারেল প্রতি জ্বালানী তেল ৬০ ডলারে কিনতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জি-সেভেন এর প্রস্তাবনায় এমন সিদ্ধান্ত নিলো ইউরোপীয় দেশগুলো। খবর রয়টার্সের।
বিশ্বের শীর্ষ সাত বৃহৎ অর্থনীতির দেশ নিয়ে জি-সেভেন গঠিত। জি-৭ এর প্রস্তাব ছিল, অপরিশোধিত জ্বালানি তেলের বাজারমূল্য ৫ শতাংশ কমিয়ে প্রতি ব্যারেল তেল কিনুক ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার তেলের দাম বেধে দেওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা করে আসছে ইইউ। মূলত তেল থেকে রাশিয়ার আয় হ্রাস করতে ও বৈশ্বিক বাজারে তেলের দাম কমাতেই এমনটা করতে চাইছে ইউরোপের দেশগুলো।
এদিকে, বৃহস্পতিবারের বৈঠকে রাশিয়ার তেলের দাম বেধে দেওয়া নিয়ে বিরোধিতা করেছে পোল্যান্ড। তারা আরও কম দামের জন্য বলে আসছে।
বিশ্বের মোট অপরিশোধিত তেল উৎপাদনের ১০ শতাংশ একমাত্র রাশিয়াই উৎপাদন করে।