রফতানি পণ্যের তালিকা থেকে কাঁচা পাট বাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫২ পিএম, ৩০ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:২৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
রফতানি পণ্যের তালিকা থেকে কাঁচা পাটকে বাদ দেয়া হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর আগে গত ২১ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা পাটকে রফতানি পণ্য তালিকা থেকে বাদ দিয়েছে। সার্কুলারে বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিষয়টি অবহিত করেছে।
প্রসঙ্গত, রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী কাঁচা পাট শর্ত সাপেক্ষে রফতানি পণ্যের তালিকাভুক্ত ছিল। গত ৩১ অক্টোবর পর্যন্ত দেশ থেকে কাঁচা পাট রফতানি করা যেতো।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ২১ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের কাঁচা পাট রফতানি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ২৪ কোটি ডলারের কাঁচা পাট রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ২ কোটি ৪ লাখ ডলারের কাঁচা পাট রফতানি হয়েছে।
বাংলাদেশ থেকে প্রধানত ভারতে কাঁচা পাট রফতানি হয়। এর বাইরে পাকিস্তান, চীন, নেপাল, ব্রাজিলসহ বিভিন্ন দেশে এ পণ্য রফতানি হয়ে থাকে। কাঁচা পাটের বাইরে বিভিন্ন ধরনের পাটপণ্যের অন্যতম রফতানিকারক দেশ বাংলাদেশ। বাংলাদেশি বহুমুখী পাটপণ্যের বিশেষ কদর রয়েছে বিভিন্ন দেশে।