পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ১২ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:২৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে পাইকারি বাজারে কেজিতে ১০ টাকা। প্রকার ভেদে ২০ টাকার পেঁয়াজ বর্তমানে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি কম হওয়ায় নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আজ বুধবার দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, দুর্গা পূজার বন্ধের সময়ও পেঁয়াজের দাম ছিলো ২০ টাকা কেজি। বন্ধ শেষে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও এ পণ্যটির দাম ১০ টাকা বেড়ে গেছে। হঠাৎ দাম বাড়ায় তাই বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতাসহ বিক্রেতারা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, দুর্গা পূজায় ৮ দিন বন্ধ ছিলো ভারত থেকে পেঁয়াজ আমদানি। তবে সেই বন্ধের দিনগুলোতেও পেঁয়াজের দাম ছিলো ২০ থেকে ২২ টাকা কেজি ছিল। বর্তমান পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। হিসাব মিলাতে পারছি না।
সবজি কিনতে আসা আসাদুজ্জামান বলেন, ৩০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ নিলাম। কিন্তু কয়েকদিন আগেও ২০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। হিলি বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, আমদানিকারকরা বলছেন পেঁয়াজ আমদানি কমে গেছে। এছাড়াও বাংলাদেশের চেয়েও ভারতে পেঁয়াজের দাম বেশি। যার কারণে তারা বেশি দাম ধরছেন। তবে কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম আগের মতো স্বাভাবিক হবে।