সেপ্টেম্বরেও বাড়বে মূল্যস্ফীতি : পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৬ পিএম, ৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:১৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগস্টের ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বরমাসেও মূল্যস্ফীতি বাড়বে। তবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমে আসবে। টাকার বিপরীতে ডলারের দাম ১০০ টাকা হওয়া প্রয়োজন। এটি আমার ব্যক্তিগত অভিমত। তবে ১১০ টাকার ওপরে উঠলে সেটা সমর্থনযোগ্য নয়।
আজ মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি উন্নয়ন সংলাপে’ তিনি এসব কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ- জামান। সঞ্চালনা করেন ডিজেএফবির সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।
টাকার মান প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন টাকার মান ধরে রেখে হঠাৎ ছেড়ে দেয়ায় এতো আলোচনা হচ্ছে। অর্থনীতির এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। পরিকল্পনামন্ত্রী বলেন, ডলারের দাম ১০০ টাকা পর্যন্ত হলে আমি খুশি হবো। এর বেশি হলে কষ্টদায়ক হবে। টাকার বিপরীতে অনেক আগে থেকে ডলারের দাম কম ছিল। এটা আরও আগে বাড়ানো প্রয়োজন ছিল। কারণ এবার বৈশ্বিক সংকটে ডলারের দাম বাড়ায় সার্বিকভাবে এর প্রভাব পড়েছে। এজন্য আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে ১০০ টাকার কিছু কম অথবা ১১০ টাকার মধ্যে থাকলে ঠিক আছে। তবে এর বেশি হলে কষ্টদায়ক হবে।
দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের সমাজে দুর্নীতি দৃশ্যমান। প্রকল্পে দুর্নীতি কমাতে অনেক প্রচেষ্টা অব্যাহত আছে। একনেকে প্রকল্প পাস হওয়ার এটি বাস্তবায়ন করার দায়িত্ব চলে যায় নির্বাহী বিভাগের কাছে। সুতরাং চাইলেও অনেক কিছু করতে পারি না। তবে আমাদের নানান উদ্যোগে দুর্নীতি কিছুটা কমে এসেছে। তেলের দামবৃদ্ধি প্রসঙ্গে বলেন, জ্বালানি তেল ভয়ংকর একটা জিনিস। এর দামের ওপর অনেক কিছু নির্ভর করে। তেলে দামবৃদ্ধি আইএমএফের পরামর্শে করা হয়নি। নিজেদের প্রয়োজনে করা হয়েছে। তেলের এই দাম এখন কমতে শুরু করেছে। সামনে আরও কমবে। তবে সেটি আগের পর্যায়ে যাবে না।
মন্ত্রী বলেন, আমরা আইএমএফ থেকে ঋণ পাবো এটা নিশ্চিত। এছাড়া আমন ধান ঘরে আসবে এসবের ইতিবাচক প্রভাবে অক্টোবর থেকে মূল্যস্ফীতি কমবে। অন্যান্য সবকিছু ঠিক হতে শুরু করবে বলে আশা করছি। তিনি বলেন, গত দশ বছরে দেশে উন্নয়ন বেশি হওয়ায় খরচও হয়েছে বেশি, আমলে নেয়া হয়নি অনেক কিছু। করোনাভাইরাস ও বহির্বিশ্বে মোড়লদের কোন্দলের কারণে দেশের অর্থনীতি কিছুটা বিপাকে থাকলেও আগামী অক্টোবরের মধ্যে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে।
অক্টোবরে সবকিছু স্বাভাবিক হবে দাবি করে মন্ত্রী বলেন, ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে, আমন চলে আসবে। আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পাবো। সব মিলিয়ে অক্টোবর থেকে কমে আসবে মূল্যস্ফীতি। আগস্ট মাসের তথ্য হাতে এসেছে। তবে সরকারপ্রধান দেশের বাইরে আছেন। তাকে দেখানোর পর আগস্ট মাসের মূল্যস্ফীতি প্রকাশ করব।