পেট্রোবাংলাকে ১২২২৭ কোটি টাকা নিরাপত্তা-উন্নয়ন তহবিলে ফেরতের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ২৩ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৩২ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
‘দায়মুক্তির’ ধারাটি সংযোজন করার প্রস্তাবের বিষয়টি নিয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক এম শামসুল আলম বলেন, 'এ ধরনের বিধান রেখে আইন তৈরি করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেপরোয়া হয়ে ওঠার সুযোগ তৈরি করে।
তিনি আরও বলেন, 'আমাদের এর আগেও বহু উদাহরণ আছে যে এসব ধারার সুযোগ নিয়ে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বহু দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েন, জনগণের সম্পদের সুরক্ষা না করে বরং আইন লঙ্ঘন করতে উদ্বুদ্ধ হন, আর্থিক তছরুপ করেন।' 'এ ধরনের কর্মকা- জাতির সঙ্গে প্রতারণা। সরকারের জন্য কোনোভাবেই এ ধরনের বিধান রেখে কোনো আইন তৈরি করে দুর্নীতির ঝুঁকি বাড়িয়ে তোলা উচিত নয়', তিনি যোগ করেন। এর আগে গত বছর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০- এর চতুর্থ দফা মেয়াদ বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছে। ওই আইনটির ব্যাপক সমালোচনা রয়েছে কারণ ওই আইনের ৯ ধারার অধীনে 'কৃত, বা কৃত বলিয়া বিবেচিত কোন কার্য, গৃহীত কোন ব্যবস্থা, প্রদত্ত কোন আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোন আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাইবে না।' ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলার কথা বলে দুই বছরের জন্য আইনটি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু পরে ২০১২ সালে ২ বছর, ২০১৪ সালে ৪ বছর, ২০১৮ সালে ৩ বছর এবং সর্বশেষ ২০২১ সালে ৫ বছরের জন্য আইনটির মেয়াদ বাড়ানো হয়। ১০ ধারায় বলা হয়েছে, এই আইন বা তদধীন প্রণীত বিধি, সাধারণ বা বিশেষ আদেশের অধীন দায়িত্ব পালনকালে সরল বিশ্বাসে কৃত, বা কৃত বলিয়া বিবেচিত কোন কার্যেও জন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানী বা ফৌজদারী মামলা বা অন্য কোন প্রকার আইনগত কার্যধারা গ্রহণ করা যাইবে না।