শারজায় প্রথম বাংলাদেশি মালিকানাধীন স্বর্ণের দোকান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৮ এএম, ১৭ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩০ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
প্রবাসী বাংলাদেশিদের ব্যার্থতা শুধু নই সফলতার গল্প ও আছে। বর্তমান অনুকূল পরিস্থিতিতে ও বাংলাদেশি ব্যবসায়ীরা পিছিয়ে নেই, প্রতিনিয়তই তারা এগিয়ে যাচ্ছেন এগিয়ে নিচ্ছেন রেমিট্যান্স ও শ্রমবাজার কে, বৃদ্ধি করছেন প্রবাসীদের কর্মসংস্থান।
শারজাস্থ রোলা কে,এম,ট্রেডিং সেন্টারের নিচ তলায় বাংলাদেশি মালিকানাধীন আল আমিন জুয়েলারি ট্রেডিং এল,এল,সি নামে একটা প্রতিষ্ঠানের উদ্ভোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ রাসেল বলেন, বেশ কয়েক বছর এই লাইনে চাকরি করে নিজে প্রতিষ্ঠানের মালিক হয়েছি গ্রাহকদের চাহিদা সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং শারজাতে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে আমার কমিউনিটির প্রতি আমার একটা আবদার ও আছে আশাকরি সবাই আমার প্রতিষ্ঠানে আসবেন আমি ও যথাসাধ্য চেষ্টা করব সূলভ মূল্যে ভাল জিনিস দেওয়ার জন্য।
প্রতিষ্ঠানের সত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমিরাত অত্যান্ত ব্যবসা বান্ধব দেশ তাই আমি যুক্তরাজ্য থেকে ব্যাবসার উদ্যেশ্যে আমিরাতে এসেছি। ব্যবসার পাশাপাশি বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধি ই আমাদের মূল উদ্যেশ্য আশাকরি আপনাদের সহযোগিতা পেলে দেশের সুনাম অর্জন সহ রেমিট্যান্স এ ভাল একটা অবদান রাখতে পারব।
এসময় উদ্ভোধনী অনুষ্ঠানে স্থানীয় স্পন্সর তারিক মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিষ্ঠানের পরিচালক শহিদুল্লাহ রাসেল, আব্দুল্লাহ আল মাসুদ সহ উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ইসমাইল গণি চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি আরশাদ হোসেন হিরু, সাংবাদিক এস,এম,মোদাচ্ছের শাহ, সেলিম উদ্দিন চৌধুরী, হাজী সেলিম,মোহাম্মদ ইমদাদ,সিরাজদৌল্লা, জানে আলম শিয়ান সহ আরো অনেকেই।