আবারো কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৩৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আবারো আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে।
তারা বলছে, এ খাতটি লোকসানের সম্মুখীন। এই খাত ধ্বসে গেলে জাতীয় অর্থনীতিও ধ্বসে পড়বে। সে কারণে সংগঠনটি কালো টাকা বিনিয়োগ চায়। তা না হলে কালো টাকা বাইরে চলে যাবে। ২০২০-২১ অর্থ ব্ছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছিল। সরকার পেয়েছিল দুই হাজার কোটি টাকা। বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দিলে দেশের টাকা দেশেই থাকবে। রিহ্যাব রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস ও সেকেন্ডারি মার্কেট সৃষ্টির সুযোগ চায়।
এছাড়া এইখাতে ২০ হাজার কোটি টাকার রিফিন্যান্সিং তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে। রিহ্যাব নির্মাণ সামগ্রীর দাম কমানোর আহবান জানিয়েছে।
আজ শনিবার (১৮ জুন) দুপুরে হোটেল সোনারগাঁ -এ সংবাদ সম্মলনে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বক্তব্য রাখেন।