সয়াবিন তেল লিটার প্রতি ৪০ টাকা বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩০ পিএম, ৫ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
খোলা সয়াবিন তেল লিটার প্রতি ৪০ টাকা আর বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি ৩৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বিক্রি হবে। আগামীকাল শুক্রবার (৬ মে) থেকে তা কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম সমন্বয় করেছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পাম সুপার তেলের দাম লিটার প্রতি ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তেলের দামের হালনাগাদ জানতে কোম্পানি প্রতিনিধি, ট্যারিফ কমিশন ও সিনিয়র সচিবের সভায় এ তথ্য জানানো হয়।