ছয় দিন যমুনা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৩ পিএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:০৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার-এ মাইগ্রেশন কার্য সম্পাদন করার উদ্দেশ্যে বেসরকারি যমুনা ব্যাংকের ব্যাংকিং লেনদেন টানা ছয় দিন বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সম্পাদনের উদ্দেশ্যে আগামী ১ এপ্রিল রাত ১২টা ১ মিনিট হতে ৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ওই ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।