রমজানের আগেই দাম বাড়ছে ভোগ্যপণ্যের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৭ পিএম, ১৩ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০২:১৯ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
রমজানের আগেই বেড়েছে ডাল, ছোলা ও ভোজ্যতেলের বাজার।
আজ রবিবার কারওয়ান বাজার, হাতিরপুল ও নিউমার্কেটে বিভিন্ন পাইকারি ও খুচরো ব্যবসায়ী এবং ভোক্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, কেবল তেল, চিনি, পেঁয়াজ নয়, বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। নিউমার্কেটের সাথী এন্টারপ্রাইজের মালিক আলী আজগর বলেন, সয়াবিন তেলের সরবরাহ একটু বেড়েছে। তবে দাম কমেনি। সামনে রমজানকে কেন্দ্র করে আরও বাড়বে। বর্তমানে এক লিটার সয়াবিন তেল ১৬৮ থেকে ১৮০ টাকা, দুই লিটার ৩২৮ থেকে ৩৩৬ এবং পাঁচ লিটার ৭৮৫ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কেবল তেল নয়, বেড়েছে চিনি, পেঁয়াজ, ছোলা, আলুর দামও। রোজার সময় এসব পণ্যের দাম আরও বাড়বে বলে জানালেন নিউমার্কেটের হোসেন স্টোরের বিক্রয়কর্মী আরিফ হোসেন।
তিনি জানান, বর্তমানে চিনি (সাদা) ৮ টাকা বেড়ে ৭৮ টাকা, লাল চিনি ১০ টাকা বেড়ে ১০০ টাকা, ছোলা ৩ টাকা বেড়ে ৭৫ টাকা, পেঁয়াজ (বার্মা) ৫৫ টাকা এবং দেশি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাতিরপুলে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত দিদার হোসেনের সঙ্গে।
তিনি বলেন, একবার কোনো জিনিসের দাম বাড়লে তা আর কমে না। ব্যবসায়ীদের নানান বাহানা চলতে থাকে। চাল, মুরগি, মাংস, তেল, চিনি, ডাল, পেঁয়াজ, আলুসহ প্রায় সবকিছুরই দাম বেড়েছে। সামনে রোজা আসছে, এসব পণ্যের দাম আরও বাড়বে। কারও যেনো কিছু করার নেই। আমাদের মতো অল্প আয়ের মানুষদের টিকে থাকাই কষ্টকর। কারওয়ান বাজারের তরকারি ব্যবসায়ী রিপন মিয়া বলেন, রোজার আগেই কিছু তরকারির দাম বেড়েছে। এর মধ্যে আলু ২২ থেকে ২৫ টাকা, শসা বর্তমানে ৫০ টাকা হলেও ৭০ টাকা হবে, বেগুন বর্তমানে ৬০ টাকা হলেও এর দাম ১০০ টাকার ওপরে হবে। রোজা আসলে পাইকাররা দাম বাড়ায়, আমরা বেশি দামে কিনি বলে বেশিতে বিক্রি করি। নিউমার্কেটের ফল ব্যবসায়ী রাজু বলেন, আজকের পাকা পেঁপের দাম ৯০ টাকা কেজি, রোজার সময় হবে ২০০ টাকা। দেশি বেলের দাম ৬০ থেকে ৭০, রোজায় হবে ১০০ টাকা। দেশি কলা ৬০ টাকা ডজন, বেড়ে হবে ৮০ থেকে ৯০ টাকা। সাগর কলা বর্তমানে ১২০ টাকা, এটার দামও হবে ১৪০ থেকে ১৫০ টাকা।