

সরকার পতনের আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে - মেয়র সাইফুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ৯ মার্চ,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:০৩ পিএম, ২৯ জুন,রবিবার,২০২৫

আগামী ১৯মার্চ বগুড়ার গাবতলী পৌর বিএনপির সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক ছাবেদ আলীর সভাপতিতে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেয়র সাইফুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র এবং সাংবিধানিক প্রক্রিয়ায় বিশ্বাস করে তাই তৃণমূল পর্যয়ে নেতা নির্ধারণের সারা দেশে কাউন্সিল করা হচ্ছে। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের পাশাপাশি সরকার পতনের দাবিতে আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। জনগণের ভোটে আসার সুযোগ নেই বলেই বিচার বিভাগকে প্রভাবিত করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ। আমরা পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানাই এবং নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচন চাই।
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিয়ার রহমান আতোয়ার, আব্দুর রহিম পিন্টু, এস্কেন্দার আলী ময়না, মতিউর রহমান মতি, তাজুল ইসলাম, আফছার আলী মিজু, ডা. জাহাঙ্গীর আলম, সৈয়দজ্জামান মানিক, আবু হাসনাত সাহিন, কামরুল হাসান, খোরশেদ আলম জুয়েল, নুরেজ্জামান সজল, আব্দুল গফুর শাহ, আরেফিন রহমান আরফিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ১৩ই মার্চ মনোনয়ন ফরম বিক্রি, ১৪ই মার্চ মনোনয়ন ফরম জমা, যাচাই-বাছাই ও প্রতিক বরাদ্দ করা হবে।