

পূর্ণিমার জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২০ পিএম, ১১ জুলাই,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:৫৯ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ঢাকাই সিনেমার সূচনালগ্ন থেকে সেসব নায়িকা সফলতার সঙ্গে ক্যারিয়ার টেনে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম দিলারা হানিফ পূর্ণিমা। ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয়।
সেই থেকে আজ অবধি তিনি সফল। ব্যবসা সফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাজগৎ থেকে সরে গিয়ে একটা সময় উপস্থাপনা দিয়ে আলোচনার শীর্ষেও চলে আসেন।
পূর্ণিমার ভাষ্যমতে, তার প্রথম ব্যবসা সফল সিনেমা ‘যোদ্ধা’। এ ছাড়া তার নিজের ভালোলাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুলতান’, ‘পিতা মাতার আমানত’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘হৃদয়ের কথা’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ইত্যাদি।
বড় পর্দায় তাকে রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, শাকিব খানসহ আরও অনেক নায়কের বিপরীতে সফলতার সঙ্গে কাজ করতে দেখা গেছে।
পূর্ণিমা অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আহারে জীবন’। বলে রাখা ভালো, ১৯৮৪ সালের ১১ জুলাই পূর্ণিমার জন্ম। দেশের এই উজ্জ্বল তারকার জন্মদিনে শুভকামনা।