

আজ দেশে আনা হচ্ছে শাফিনের মরদেহ, কাল দাফন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩০ এএম, ২৯ জুলাই,সোমবার,২০২৪ | আপডেট: ০২:২১ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

মৃত্যুর কয়েকদিন পেরিয়ে গেছে জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের। আজ সোমবার দেশে আনা হচ্ছে তার নিথর দেহ। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন প্রয়াত গায়কের ভাই হামিন আহমেদ।
তিনি জানান, ২৯ জুলাই বিকেলে শাফিনের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। ৩০ জুলাই দুপুরে গুলশানের আজাদ মসজিদে শাফিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বাবার কবরে সমাহিত করা হবে শাফিন আহমেদকে। বনানী কবরস্থানে ঘুমিয়ে আছেন তার বাবা বিখ্যাত সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। পাশেই চিরঘুমে গায়কের মা বিখ্যাত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। শো’য়ের আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে শাফিন আহমেদের। জানা গেছে, দেশটির স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে জানাজা সম্পন্ন হয় গায়কের।