

মা হচ্ছেন ‘বার্বি’র অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৩ পিএম, ৯ জুলাই,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৬:৩২ পিএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

মা হতে চলেছেন ‘বার্বি’খ্যাত হলিউড অভিনেত্রী হলিউড অভিনেত্রী মার্গো রবি। চলচ্চিত্রে সাফল্যের পরপরই এমন খবরে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা। চলচ্চিত্র প্রযোজক ও স্বামী টম অ্যাকারলিকে সাথে নিয়ে প্রথম সন্তানকে বরণের প্রস্তুতি নিচ্ছেন এ অভিনেত্রী।
কয়েকটি সূত্র পিপল সাময়িকীকে অভিনেত্রী মার্গো রবির মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছে। তবে অভিনেত্রী অথবা তার স্বামীর কাছ থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, ইতালিতে দুজনের অবকাশ যাপনের কিছু ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ভক্তদের নজরে আসে। ছবিতে ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে অভিনেত্রীর, যার ফলে তার মা হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।
২০১৩ সালে ‘ওয়ার্ল্ড ওয়ার-২’ সিনেমার শুটিংয়ে মার্গো রবি ও টম অ্যাকারলির প্রেম হয়। এর তিন বছর পর ২০১৬ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।