

মেহজাবীনের মন খারাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২২ পিএম, ১২ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:০৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর। সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করা এই অভিনেত্রী হঠাৎ করে ফেসবুকে দিয়েছেন এমন এক পোস্ট, যা দেখে রীতিমতো অবাক তার অনুরাগীরা। সোমবার সন্ধ্যায় মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুকে পেজে লিখেছেন, ‘বেঁচে থাকার শক্তি নাই, মরে যাওয়ার সাহস নাই।’ স্ট্যাটাসটি পোস্টের পর থেকেই তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। নাবিল নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, কি হইলো হঠাৎ মেহজাবীন আপু? সবাই তো মনে করে আপনাদের কোনো দুঃখ নাই। ময়না নামে একজন লিখেছেন, আপনি এমনটা বলবেন এটা আপনার ফ্যানরা কখনো চিন্তাভাবনাও করেনি।