

প্রেমের প্রস্তাব দিয়ে ফেঁসে গেছেন জায়েদ খান!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ পিএম, ২১ এপ্রিল,রবিবার,২০২৪ | আপডেট: ০৫:০৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে জায়েদ খানের এক ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণীকে ফোনকল দিয়ে প্রেম নিবেদন করছেন ঢালিউড চিত্রনায়ক। প্রেম প্রস্তাব পাওয়ার পরই ওই তরুণী রাজি হওয়ার আভাস দেন জায়েদকে।
প্রেমের ফাঁদে ফেসে যাওয়া জায়েদের নতুন এ ভাইরাল ভিডিওটি ছিল ৩ মিনিট ৩৪ সেকেন্ডের। একটি বেসরকারি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে অংশ নেয়ার পর উপস্থাপিকার অনুরোধে এমন কাজ করেন জায়েদ।
ঈদ অনুষ্ঠানের একটি অংশ হিসেবে এক অচেনা তরুণীকে ফোনকল করে প্রেম নিবেদন করার অনুরোধ করেন উপস্থাপিকা। জায়েদের হাতে তুলে দেন অচেনা কয়েকটি ফোন নাম্বার। জায়েদ সেখান থেকে একটি ফোন নাম্বার তুলে নিয়ে শুরু করেন প্রেমালাপ।
মজার এমন ভিডিওটিতে প্রথমে জায়েদকে অচেনা ওই তরুণী পাত্তা দেন না। কিন্তু যখন জানতে পারেন তিনি চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কথা বলছেন তখনই মন নরম হতে শুরু করে তার।
ভিডিওতে আরও দেখা যায়, এক পর্যায় তরুণী জায়েদকে বলেন, ভাইয়া আপনি এমন সময় আমাকে প্রেমের প্রস্তাব দিলেন যে আমার স্বামী মাত্রই দেশের বাইরে গেল।
তরুণীর ওই কথায় হাসির রোল পড়ে যায় ঈদ অনুষ্ঠানে। জায়েদও এসময় ফেঁসে গিয়ে মজা করে বলেন, আসলে আমার টাইমিং খুব ভালো। ডিগবাজি দেয়ার কারণেই এমনটা হয়।